সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজার সহ উল্লেখযোগ্য স্থানগুলোতে নিত্য দিনের কাঁচা বাজার, শাক সবজি, মসলা জাতীয় পণ্য আদা, রসুন, পেঁয়াজের দাম বাজার মনিটরিং এর দুর্বলতায় বেড়েই চলছে। পাইকাররা জানান,আমদানী কম, মোকামে দাম বেশী বলে বাড়তি দামে কিনে আনতে হচ্ছে। আর খুচরা বিক্রেতারা বলেন, ইদানিং সব কাঁচা বাজারের দাম পাইকারি ব্যবসায়ীরা বেশী ধরায় বাধ্য হয়ে খরিদ্দারের কাছে দাম বেশী নিতে হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা আরও জানায়, প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ছে ৭০-৮০ টাকা। বাধ্য হয়েই বেশী নিতে হচ্ছে। মঙ্গলবার বিকেলে সরেজমিনে সলঙ্গা থানা সদর কাঁচামাল বাজারে গিয়ে দেখা যায়, বৃষ্টি ও সরবরাহ কমের কারন দেখিয়ে ব্যবসায়ীরা প্রতি কেজি পেঁয়াজ ৮০-৯০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা,রসুন ১৬০-১৭০ টাকা,আদা ১৮০-২০০ টাকা,কাঁচা মরিচ ৮০-১০০ টাকা সহ বিভিন্ন নিত্য পণ্য বেশী দামে বিক্রি করছে। শুধু তাই নয়, বিভিন্ন অজুহাত দেখিয়ে সব ধরনের শাক সবজিও চড়া দামে বিক্রি করছে। উচ্চ মুল্যের কারনে বাজারে এসে হিমশিম খাচ্ছেন সাধারন ক্রেতারা। অনেকে অভিযোগ করে বলেন, বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় নিত্য পণ্যের দাম বিক্রেতারা ইচ্ছামত নিচ্ছে, তাই কেউ কিছুই বলছে না। যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
If you are going for most excellent contents like me, simply pay
a quick visit this web site every day as it offers feature contents, thanks