রিবিয়ান প্রিমিয়ার লিগের(সিপিএল) দ্বিতীয় সেমিফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে সাকিবের বার্বাডোজ ট্রাইডেন্টস।
টসে হেরে আগে ব্যাট করতে নামে বার্বাডোজ ট্রাইডেন্টস। তবে শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ২৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় বার্বাডোস। ২ চারে ১০ রান করে ফিরেন হেলস। পরবর্তীতে সাকিব ক্রিজে আসলেও নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি। ১ ছক্কা ও ১ চারে ১২ বলে ১৮ রান করে তিনিও ফিরেন। কিন্তু ওপেনিংয়ে নামা চার্লস ৩৫ রানের দারুণ ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৪টি চারের মার। পরবর্তীতে শাই হোপ ২৩ রানে আউট হলেও প্রতিপক্ষকে ছোট সংগ্রহে বেধে রাখতে পারেনি নাইট রাইডার্সের বোলাররা। কারণ শেষ দিকে রেইফার ও নার্সের ঝড়ো ইনিংসে ১৬০ রানে বড় সংগ্রহ দাড় করায় বার্বাডোস ট্রাইডেন্টস।
নাইট রাইডার্সের বোলিংয়ে আলি, জর্ডান নেন দুটি করে উইকেট।
১৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই নার্স-ওয়ালশদের বোলিংতোপে পড়ে নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা। যার ফলে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। শেষদিকে এসে দলের হাল ধরেন সেকুগা প্রসন্না। ব্যাট হাতে ঝড় তুলে ২৬ বলে অর্ধশতক করলেও শেষ ওভারে যখন দলের জয়ে ১৪ রান দরকার তখন প্রথম বলেই রেইফার তাকে ফিরিয়ে দিলে শেষ পর্যন্ত ১৪৮ রানেই গুটিয়ে যায় ত্রিনবাগো নাইট রাইডার্স।
তবে এদিন সবাই যখন বোলিংয়ে উজ্জ্বল তখন রঙহীন সাকিব। তিনি ২ ওভার বল করে ২৭ রান দেন। কোনো উইকেট নেই।
সংক্ষিপ্ত স্কোর
বার্বাডোস: ১৬০/৬ (২০)
চার্লস ৩৫ (৪১), নার্স ২৪(৯)
পিয়ের ২/২৫
ত্রিনবাগো নাইট ১৪৮/১০(১৯.৩)
সেকুগা প্রসন্না ৫১(২৭)
রেইফার ২/১৩।