রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হাকিমপুরে নানা আয়োজনে জাংগই বাজারের শতবর্ষ পূর্তি উদযাপন বগুড়ায় চাপাতি ও নগদ টাকাসহ  ৩ ছিনতাইকারী গ্রেফতার হাকিমপুরে ডাকাতির প্রস্তুতি কালে পুলিশের হাতে ৭ জন গ্রেফতার চায়না বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল আমতলীতে নির্মাণের দাবী। পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে আন্ডার পাসের আবেদন  লালপুরে ব্যানার-ফেস্টুন অপসারণ করে সৌন্দর্য রক্ষায় ইউএনও লালপুরে জমি দখল করাকে কেন্দ্র করে, আহত ১০  লালপুরে ভেল্লাবাড়িয়ার বিখ্যাত সূফী বাগু দেওয়ান শাহ (রহ.) মাজারের কাহিনী লালপুরে জামায়াতের ইসলামীর গণসংযোগ  হরিণাকুণ্ডুতে মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন বিশ্বম্ভরপুরে ব্যবসায়ী আব্দুল হাইয়ের ১৯ লাখ টাকা ছিনতাই, দোষীদের গ্রেফতারের দাবীতে চালবন পয়েন্টে মানবন্ধন অনুষ্ঠিত বগুড়ায় ৬৯ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি ৮২৫ গ্রাম গাঁজাসহ আলফাজ শফিকুর গ্রেফতার ২ লালপুরে আইনজীবী বাড়িতে ডাকাতী, আহত ৩ পাইকগাছায় কাঁচা আম চড়া দামে বিক্রি মাঝরাতে ঝটিকা মিছিল, আওয়ামীলীগের ৮ কর্মী গ্রেফতার। লালপুরে সড়ক দূর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা রোগীর মৃত্যু লালপুরে ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে  বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু চীনের এক হাজার শয্যা হাসপাতালটি গাইবান্ধায় স্থাপনের দাবি মহেশপুরে ৪ বারের সাবেক এমপি শহিদুল ইসলাম মাষ্টারের স্বরণ সভা অনুষ্ঠিত শিক্ষা-শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান বাঁচান : মোমিন মেহেদী

ইতিহাসে প্রথমবার প্রোটিয়াদের ফলোঅন করাবে ভারত?

পুনে টেস্টে ভারতের ৬ শতাধিক রানের জবাবে মাত্র ২৭৫ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। আজ ম্যাচে তৃতীয় দিনে প্রোটিয়া ব্যাটসম্যানদের রীতিমতো নাকানি-চুবানি খাইয়েছে ভারতীয় বোলাররা। উমেশ যাদব ও আর অশ্বিনের সামনে তারা দাঁড়াতেই পারেনি। কেশব মহারাজ শাসনের চেষ্টা করেছিলেন বটে! কিন্তু এত রানের বোঝা নিয়ে কি আর খোলা মনে ব্যাটিং করা যায়! তার ৭২ রান আর ভার্নন ফিল্যান্ডারের ৪৪ রানের ইনিংস প্রোটিয়াদের মান রেখেছে।

দক্ষিণ আফ্রিকার প্রথম পাঁচজন ব্যাটসম্যানের রান যথাক্রমে- ৬, ০, ৩০, ৮ এবং ৩। ৩৬ রানে তিন উইকেট হারিয়ে টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ব্যাটিং লাইনের টপ অর্ডার হুড়মুড়িয়ে ভেঙে পড়লেও লোয়ার অর্ডার লড়াই চালায়। শেষ দুটি উইকেট তুলতে কালঘাম ছুটেছিল ভারতীয় বোলারদের। শেষ পর্যন্ত দিনের খেলা ১.২ ওভার বাকি থাকতেই ২৭৫ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। তারা পিছিয়ে আছে ৩২৬ রানে।

এবার প্রশ্ন হচ্ছে, কোহলি কি চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন করাবেন! দুই দিনে সব মিলিয়ে ১০৫.৪ ওভার ফিল্ডিং করেছে ভারত। ফলে কোহলি হয়তো চতুর্থ দিন আর ফিল্ডিং করতে চাইবেন না। সেক্ষেত্রে তিনি আবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন। পরিসংখ্যান বলছে, গত এক দশকে কখনই ফলোঅনে পড়তে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নেমে এই প্রথমবার ফলোঅন এড়াতে ব্যর্থ হয়েছে ক্রিকেট বিশ্বে ‘চোকার’ হিসেবে খ্যাত এই দলটি। তাছাড়া ভারত কখনই প্রোটিয়াদের ফলোঅন করায়নি।

তবে তৃতীয় দিনে ভারতীয় দল কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। শেষের দুটি উইকেট ফেলতে অনেকটা সময় ব্যয় করে ফেলেন ভারতীয় বোলাররা। দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন ফাপ ডু প্লেসির ৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের কথা না বললেই নয়। শেষের দিকে লড়াই চালানো কেশব মহারাজকে তুলে নেন অশ্বিন। কিন্তু তখন দিনের খেলার আর চার ওভারের মতো বাকী ছিল। এটাই কেশব মহারাজের জীবনের সেরা ইনিংস। এরপরেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com