গাজীপুর জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহাবুব হাসানের মুক্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হচ্ছে শ্রীপুরজুড়ে। গত শনিবার(১২অক্টোবর)দুর্লভপুর নিজ বাসা থেকে গভীর রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তার পরই শুরু হয় তোলপাড়! গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর শ্রীপুর থানা চত্তরসহ কাওরাইদ,বরমী,তেলিহাটী,মাওনায় ত্যাগী এই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।মিছিলে বিপুল সংখ্যক নারী,পুরুষ অংশ নিয়ে দ্রুতই মাহাবুবকে মুক্তির দাবি জানান। এদিকে ছাত্রলীগ নেতা মাহাবুবকে গ্রেপ্তারের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমেও(ফেসবুক)চলছে প্রতিবাদ।
তার নিঃশর্ত মুক্তি চেয়ে মোঃ রাহাদ আকন্দ,সানিদুল হাসান আকাশ,ফাহাদ হাসান নিলয়,জহিরুল ইসলাম মানিক,সিহাব খান, সাব্বির সহ একাদিক ব্যক্তি লিখেছেন,ছাত্রলীগের রাজনীতির সময়ের সবচেয়ে আলোচিত নাম ,মানবিক ছাত্রলীগ নেতা মাহবুব হাসান ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলাটি দ্রুতই প্রত্যাহার করা হোক। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । প্রত্যন্ত অঞ্চলে নতুন নতুন ছাত্রলীগ কর্মী সংগ্রহ, প্রতিটি স্কুল কলেজে নারী নির্যাতন ইভটিজিং,মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান আয়োজনের,অসহায় নারীকে ঘর তৈরি করে দেওয়া, ক্যানসার আক্রান্ত রোগীর পাশে দাড়ানো সহ অসংখ্য মানবিক কাজ করেছেন মাহবুব। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যে ছাত্রনেতা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে,তাকে এভাবে ষড়যন্ত্র করে জেল খাটানো যাবে না। উল্লেখ্য গত ২৪ডিসেম্বর উপজেলা নির্বাচনের সময় একটি মারপিটের ঘটনা সাজিয়ে মাহাবুবসহ ২৪জনের নামে মামলা দায়ের করা হয়।