মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজ সংবাদ “সন্ধান দিন” গাজীপুরে ১৪ মামলার আসামিকে আ’ট’ক করেছে গাছা থানা পুলিশ কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূইয়া গ্রেপ্তার সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর ১৫তম মৃ’ত্যুবার্ষিকী পালিত ইউএনও’র নির্দেশ উপেক্ষা করে পাইপ দিয়ে দায়সারা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শ্বশুর-জামাই নি’হ’ত গাজীপুরে কাউন্সিলর আলমাছ মোল্লার বিরুদ্ধে বিএনপি নেতাকে কু’পি’য়ে জ’খ’মের অভিযোগ পলাশবাড়ীতে রাতের আধারে গাছের সঙ্গে শ’ক্র’তা বগুড়া গাবতলীতে মানবিক দেশ বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া কাহালুতে কর্মসংস্থান সহায়ক বিপনি বিতরণ পরিদর্শন করলেন যুগ্ম সচিব সৈয়দ মোস্তাক হাসান ড. ইউনূসের সফরসঙ্গী মেয়ে দিনা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর নতুন কমিশনার এর যোগদান আওয়ামীলীগের রাজনীতি করা এ দেশের তৌহিদি ছাত্রজনতা আর মেনে নিবে না -মাওলানা মামুনুল হক ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর (ডুয়েট) অফিসার্স এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠিত শহীদদের আ’ত্না’র শান্তির জন্য ওসির অপসারণ চায় ছাত্র জনতা বিএনপির নামে কেউ চাঁদাবাজি-সন্ত্রাসী করলে এর দায় দল নিবে না : এস এম জাহাঙ্গীর  দুর্ভোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না পূর্ব বগুড়াবাসীর। গাজীপুরস্থ নেত্রকোনা জেলা সমিতি গঠিত, সভাপতি নিউটন সাধারণ সম্পাদক সাইফুল  খালেদা জিয়ার জমির স্থাপনা গুড়িয়ে উচ্ছেদ করার দায়িত্বপ্রাপ্ত সাভারের সেই এসি ল্যান্ড শরিফুজ্জামান এখন উপসচিব (কর)! পূর্ব শ’ত্রু’তার জেরে অসহায় পরিবারের বসতবাড়িতে হা’ম’লা ভা’ঙ’চু’র পুকুরের মাছ ওয়ার্কশপ লু’ট

তীব্র উত্তেজনা ছড়িয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ ড্র

 

দর্শকে কানায় কানায় ভর্তি সল্টলেক স্টেডিয়ামের গ্যালারি। তুমুল গর্জনের মাঝেই কাতার বিশ্বকাপের বাছাইপর্ব এবং এশিয়ান কাপের বাছাই ম্যাচে বাংলাদেশ আর ভারতের মধ্যকার ম্যাচ ১-১ গোলে ড্র হলো। প্রথমার্ধের ৪১তম মিনিটে সাফল্য পাওয়া বাংলাদেশ ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে গোল খেয়ে বসে।

যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের প্রথম থেকেই ডিফেন্সিভ খেলা বাংলাদেশ ধীরে ধীরে আক্রমণে যায়। ৩ মিনিটে সুনীল ছেত্রী চকিতে শট নিয়েছিলেন বাংলাদেশের গোল লক্ষ্য করে। গোলকিপার রানা বল ধরে ফেলেন। ২৫ মিনিটে ফ্রি কিক পেয়েও সেটা কাজে লাগাতে ব্যর্থ হয় ভারত। ৩১ মিনিটে গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুর্বল কিক জালের বাইরে দিয়ে যায়। ৩৪ মিনিটে রাহুল ভেকের লম্বা থ্রো থেকে ব্যাক হেড করেছিলেন মনবীর। আবারও বাংলাদেশের ত্রাতা হন রানা।

ম্যাচের ৪১তম মিনিটে লাল-সবুজ শিবিরে আসে সাফল্য। ২২ নম্বর জার্সিধারী রাইট উইঙ্গার সাদ উদ্দিনের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ। জামাল ভুঁইয়া লম্বা বল ভাসিয়েছিলেন। গুরপ্রীত বলের ফ্লাইট মিস করেন। সাদ উদ্দিন সেই ভাসানো বলে দুর্দান্ত হেড থেকে গোল করেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আগের মতোই দুর্দান্ত আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশ। কিন্তু সাফল্য আসছিল না। খেলার ৫০ মিনিটে জীবন গোল করার সুযোগ পেয়ে গিয়েছিলেন। গুরপ্রীত কোনোরকমে বিপন্মুক্ত করেন। ৫৫ মিনিটে সাদউদ্দিনের ক্রস পোস্টে লেগে ফিরে আসে। ৬৪তম মিনিটে লঘু অপরাধে হলুদ কার্ড দেখেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া।

৬৬তম মিনিটে গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি ভারতের উদান্ত। ৭৩ তম মিনিটে আরেক গোল প্রায় খেয়েই ফেলেছিল ভারত; আদিল খানের অবিশ্বাস্যভাবে সেভে বেঁচে যায়। ৮৮তম মিনিটে এসে পরিশোধ করে ভারত। কর্নার থেকে ভাসানো বল পেয়ে দুর্দান্ত হেডে গোল করে ১-১ সমতা আনেন আদিল খান। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র মেনে নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।

সাম্প্রতিক কালে বাংলাদেশ হারাতে পারেনি ভারতকে। ২৮ বছর আগে কলম্বো সাফ গেমসের গ্রুপ পর্বে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। যদিও তারপর ভারতের ফুটবল এগিয়ে গেলেও বাংলাদেশ তলানিতেই থেকে গেছে। এই মুহূর্তে ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের থেকে ৮৩ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ সর্বশেষ ২০১৪ সালে ভারতের বিপক্ষে খেলেছে। ওই ম্যাচে সুনীল ছেত্রীর জোড়া গোলে ম্যাচ ১-১ ড্র করেছিল ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com