মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ
রাজধানী মোহাম্মদপুর থানার ৩৩নং ওয়ার্ডের সফল সভাপতি হাজী নুর মোহাম্মদ সেন্টু চাঁদাবাজদের ধরিয়ে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
১৬ অক্টোবর ২০১৯ রোজ বুধবার বাদমাগরিব রাজধানী মোহাম্মদপুর থানার ৩৩ নং ওয়ার্ডের চাঁদ উদ্যান হাউজিং ইউনিট আওয়ামী লীগ অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, কোথাও কোনো ধরনের চাঁদাবাজি হলে সাহস করে আমাদের জানান, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দেবো না। সর্বদা সব জায়গায় শান্তি থাকবে, এটাই ঢাকা-১৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সাদেক খান এমপির প্রত্যাশা। এক সময় এই এলাকায় ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারতেন না।আলহাজ্ব মোঃ সাদেক খান এমপি হওয়ার পর থেকে আজ ব্যবসায় শান্তি ফিরে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন চাঁদ উদ্যান হাউজিং ইউনিট আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদ উদ্যান হাউজিং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, চাঁদ উদ্যান হাউজিং ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বশির খাঁন’সহ ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন চাঁদ উদ্যান হাউজিং বাইতুর রহমান জামে মসজিদের ইমাম ও খতীব মাওঃ মুফতী মুহাম্মদ জামাল উদ্দীন (নু’মানী)।
Attachments area
Wіth havin so much content do you ever run into any
pr᧐bⅼems of plagorism or copyright infringement? My blօg has a lot of exclusive cntent I’ve either written myself or outsourced but it seems a loot of itt is poppіng it up all over
the web withοut my authorizatіon. Do you kow any metһokds to
help prevent cօntent fгom being stolen? I’d truly aρpreciate it.
I quite like looking through an article that can make people
think. Also, many thanks for allowing me to comment!
Hello! Do you know if they make any plugins to help with Search Engine Optimization? I’m trying to get my blog to
rank for some targeted keywords but I’m not seeing very good
gains. If you know of any please share. Thank
you!