বুয়েটে নিহত ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ফায়াজের বাবা বরকত উল্লাহ কলেজে যান। কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফায়াজকে ভর্তি করে নেয়।
কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির বলেন, বিকাল তিনটার দিকে ফায়াজের বাবা কলেজে এসে কাগজপত্র জমা দেন। তাৎক্ষণিকভাবে ফায়াজকে ভর্তি করে নেওয়া হয়েছে। তার পড়াশোনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
কলেজ ক্যাম্পাসে তার নিরাপত্তার দিকটিও দেখা হবে বলে জানান তিনি।
ফায়াজের বাবা বরকত উল্লাহ বলেন, ফায়াজ অসুস্থ থাকায় আমিই তার কাগজপত্র নিয়ে এসেছি। কাগজপত্র দেওয়ার পর কলেজ কর্তৃপক্ষ ভর্তি করে নিয়েছে।