ষ্টাফ রিপোর্টারঃ
আসন্ন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল হক বাবুকে দেখতে চান তার সমর্থকরা। দক্ষ সংগঠক, কর্মী বান্ধব নেতা জাহিদুল হক বাবু রাজনৈতিক জীবনে বাংলা কলেজ ছাত্রলীগের সহ সভাপতি, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলানগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সাউথ এশিয়ান ল ইয়ার্স ফোরামের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে যে কয়েকজনের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে জাহিদুল হক বাবু অন্যতম। একান্ত আলাপচারিতায় জাহিদুল হক বাবু বলেন, ব্যক্তিগত প্রত্যাশার কথা বলতে গেলে আমিঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশা করছি। এখন দলের নেতৃবৃন্দরা যেটা ভালো মনে করবেন, সেটাই হবে। আমি সেখানে থেকেই দলের নিবেদিত প্রাণ হয়ে কাজ করবো।