এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকে ।। বিভিন্ন দাবীতে প্রতিবাদ সভা করেছে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কর্মরত পরিবার কল্যাণ সহকারীবৃন্দ। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে তারা এ প্রতিবাদ সভা করে।
উপজেলা পরিবার কল্যাণ সহকারী সমিতি, হরিণাকুণ্ডু শাখা আয়োজিত এ প্রতিবাদ সভায় তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শ্রেণি প্রথা উঠিয়ে দেওয়া স্বত্ত্বেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর গত ৪ সেপ্টেম্বর জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচীর মূল চালিকা শক্তি সাড়ে ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারীদের ৪র্থ শ্রেণি চিহ্নিত করে পত্র জারি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অবিলম্বে অবমাননাকর জারিকৃত এ পত্র প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পরিবার কল্যাণ সহকারী সমিতির সাধারন সম্পাদক শাহানা খাতুন, হরিণাকুণ্ডু উপজেলা সমিতির সভাপতি তানিয়া রহমান ও সাধারন সম্পাদক নাসরিন রেহেনা।