এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
বর্তমানে মাদকাসক্তি আমাদের সমাজে এক সর্বনাশা ব্যধিরূপে বিস্তার লাভ করেছে । কচুরীপানার মতই সারা দেশ আজ মাদকদ্রব্যের উপর ভাসছে ।
মাদকদ্রব্যের বিস্তারে বিশ্ববাসী আজ শংকীত । দূরারোগ্য ব্যধির মতই তা তরুন সমাজকে গ্রাস করছে । মাদকের ভয়াবহ ছোবলে অংকুরই বিনষ্ট হয়ে যাচ্ছে বহু তরুনের তাজা প্রাণ ।
তরুন তাজা প্রাণ বাচাতে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ২ নং জোড়াদহ ইউনিয়ের জোড়াদহ বাজারের পাশে থেকে গোপন সংবাদের ভিত্তিতে দুই জনকে গ্রেফতার করে হরিণাকুন্ডু থানা পুলিশ।
গত ১৬/০৯/২০১৯ ইং তারিখ রোজ বুধবার হরিণাকুন্ডু থানার এস আই জলিল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জোড়াদহ বাজারের পাশে মাদক সেবন করছে,এই সংবাদের ভিত্তিতে এস আই জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে মদ্য পান অবস্থায় শ্রী জয় (২৩) পিতা বলব গ্রাম বাকচুয়া ও শ্রী নিতায় কুমার( ২৫)পিতা অচিন্ত কুমার গ্রাম বাকচুয়া।
উল্লেখ্য মাদক সেবনকারীদের কাছে ২ লিটার মদ পাইলে পরে তাদের গ্রেপ্তার করে থানা হাজতে প্রেরণ করা হয়।