ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ।
১৮ শুক্রবার ছুটিরদিনে উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের সোনাতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালেয়ের পোরাতন ভবনটি পরিত্যাক্ত হওয়ায় নতুন ভবন নির্মাণের জন্য কতৃপক্ষ প্রতিষ্ঠানের সামনে খেলার মাঠের মাঝে নতুন ভবন নির্মাণের প্রতিবাদে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে ৪নং দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুবকর সিদ্দিক,সাংবাদিক সোহরব হোসেন,শান্ত,শফিউর রহমান,মতিয়ার,মোতালেব সহ বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও এলাকাবাসী বিদ্যালয়ের খেলার মাঠে নতুন ভবন নির্মাণের প্রতিবাদে জোরালো শ্লোগান তোলেন। তারা বলেন,পোরাতন ভবনের জায়গায় নতুন ভবন নির্মান করলে যেমন বিদ্যালয়ের সৌন্দর্য বাড়বে তেমনি খেলার মাঠও থাকবে।