এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, নেশা ছেড়ে কলম ধরি, মাদক থেকে দূরে থাকি, ”প্রধানমন্ত্রীর অঙ্গীকার মাদকমুক্ত দেশ গড়ার” এমন বিভিন্ন স্লোগানে মাদককে না বলল শত শত শিক্ষার্থী। শনিবার সকাল ১১ টায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের হাজী আরশাদ আলী দাখিল মাদ্রাসা ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী এক সমাবেশে এই শপথ নেন ঐ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। এ সময় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকরী পরিচালক আজিজুল হক।
এছাড়াও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাসান আব্দুল্লাহ তৌহিদ।
প্রতিষ্ঠানের সুপার মাওঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ শরিফুল ইসলাম, ইউ,পি চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ, বেসরকারী সংস্থা সিও’র নির্বাহী পরিচালক সামছুল আলম, প্রেসক্লাব সভাপতি এম.সাইফুজ্জামান তাজু, সহ সভাপতি জাফিরুল ইসলাম প্রমুখ।