ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা
বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ডের জড়িত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কলেজ শাখার সভাপতি পরমানন্দ দাস, সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার বর্মন, কলেজ সংগঠক কলি রাণী প্রমুখ।
বক্তারা বলেন, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ডের সাথে জড়িত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।