মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক প্রতিমন্ত্রী এ্যাড.জাহাঙ্গীর কবীর নানক ধুমপায়ী এটা তার ব্যক্তিগত ব্যাপার। একাত্তর টিভির লাইভে তাকে ধুমপান করতে দেখা গেছে এবং এ ভিডিওটি ভাইরাল হয়েছে। আমি মনে করি, এটা জনাব নানকের অনিচ্ছাকৃত একটি ভুল। আসল ভুলটা একাত্তর টিভির অনুষ্ঠান প্রযোজকের। অর্থাৎ সুইচিং ভুল ছিল। ফেসবুক থেকে
অনুষ্ঠানের উপস্থাপক মিখিলা জনাব নানককে সংযুক্ত থাকতে বলেছেন। কিন্তু চেইন স্মোকার হিসাবে ক্যামেরা অন আছে কী নেই সেটা বিবেচনায় না নিয়ে জনাব নানক সিগারেট ফুঁকে দেন। এ নিয়ে সবাই তিলকে তাল করছেন।
নাটক সিনেমায় ধুমপানের অহরহ দৃশ্য দেখি। মদপান করতে দেখি। ধর্ষণের দৃশ্যও দেখি। অথচ লাইভ শো’র একটি অনিচ্ছাকৃত ভুল নিয়ে কতকিছু করতে দেখছি কিছু মানুষকে।