নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মহানগরে বিভিন্ন পয়েন্টে রাতে পুলিশের চাদাবাজী অভিযোগে মাঠে নামেন ক্রাইম সার্চ টিম, সরেজমিনে গুড়ে দেখাযায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার মোড়ে গাড়ি থামিয়ে সার্জেন্ট রাজিবের নেতৃত্বে চলছে অবাধে চাদাবাজী, অনুসন্ধানে গতকাল বুধবার রাত ১ টা ১৫ মিনিটে লাকরির ট্রাক আটকে ২০০ টাকা চাঁদা নিচ্ছে, এই অবস্থায় কনস্টেবলসহ তার সঙ্গীকে জিজ্ঞেস করলে তারা জানান আমরা চাঁদাবাজি করিনা। ভিডিও ফুটেজ দেখালে, তিনি তার অফিসার রাজিবকে ডেকে আনেন, রাজিব পুলিশ বক্স থেকে বের হয়ে ক্রাইম সার্চ টিমের কাছে এসে বলেন আমরা বসে বসে চা খাই এবং কথা বলি ক্যামেরাম্যান সাথে ভিডিও ধারণ করলে দায়িত্ব রত কনস্টেবল শামসুল, ক্ষিপ্ত হয়ে ক্যামেরায় হাত দেন ও ক্যামেরা ভাঙ্গার চেষ্টা করেন।
পরবর্তীতে সার্জেন্ট রাজীবকে এ বিষয়ে জানতে চাইলে তিনি সম্পূর্ণরূপে এড়িয়ে যান। তার কিছুক্ষণ পর ক্রাইম সার্চ টিম ভোগড়া বাইপাস মোড়ে আসলে দেখা জায় একই অবস্থা। এখানে দায়িত্বরত এ এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে কনস্টেবল বিধান চাঁদাবাজি করেন। চাঁদাবাজি করার সময় ভিডিও ধারণ করা হয় এ ব্যাপারে কনস্টেবল বিধান এর কাছে জানতে চাইলে তিনি তিনি জানান, তার কাজে যেন বাঁধা না দেয়, তারপরও তার কাছে ট্রাক থেকে চাঁদা নেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আপনারা দোকানে বসেন, একটু পর আপনাদের সাথে কথা বলবো।
https://www.youtube.com/watch?v=DStL15j9cHo