
স্টাফ রিপোটারঃ
সদর উপজেলার মধ্য ভেলানগর এলাকায় সরকারী প্রজ্ঞাপন ছাড়াই নিজেদের ইচ্ছা-মাফিক গায়ের জোরে চালাচ্ছে প্রাইম জুনিয়র হাইস্কুলের কার্যক্রম। প্রাথমিক ও কিন্ডার গার্ডেন/ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার লক্ষে সরকারী প্রজ্ঞাপন মোতাবেক ব্যাংকে টেজারী চালান ফরম অস্থায়ী নিবন্ধন করতে হয়।
পরবর্তিতে স্থায়ী নিবন্ধন করতে হয়। প্রাইম জুনিয়র হাইস্কুলের সরেজমিনে পরিদর্শনকালে আসল তথ্য বেরিয়ে আসে। প্রাইম জুনিয়র হাইস্কুল প্রতিষ্ঠিত হয় ২০০৩ সন। স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই অনিয়ম ও নানান অভিযোগের মধ্যে দিয়ে বিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিদ্যালয়ের নিজস¦ সম্পত্তি না থাকায় অন্যের জমিতে প্রতিষ্ঠানটি চালু করে। বিদ্যালয়টি শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত বেতন ফ্রি, শিক্ষক নিয়োগ,কোচিংয়ের ব্যাপারে ব্যাপক দূর্নীতির অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নেই কোন রেজুলেশন শিক্ষক বাতিলে নেই কোন শিক্ষক নিয়োগ কমিটির অনুমোদন। প্রাইম জুনিয়র হাইস্কুলে নেই কোন কমিটি। নিজেদের মনগড়া অনুযায়ী স্কুল পরিচালনা করছেন। প্রধান শিক্ষক বাহার উদ্দিন, এধরনের সংবাদ পেয়ে গত ২১ অক্টোবর সকালে নরসিংদী সদর মডেল থানার তদন্ত অফিসার সালাউদ্দিন বিদ্যালয়টির ব্যাপারে জানতে আসেন। এব্যাপারে সাংবাদিকদের তিনি জানান বিদ্যালয়টি সরকারী প্রজ্ঞাপন এর বাহিরে পরিচালিত হয়ে আসছে। তাদের স্কুল প্রতিষ্ঠিত করার জন্য বিদ্যালয়ের নামে জমি বন্দবস্ত নেই, নেই নিবন্ধন।তারা নিজেদের ইচ্ছামাফিক শিক্ষক নিয়োগ ও শিক্ষক বাতিল করছে। যা সরকারী প্রজ্ঞাপনের বর্হিভুত।
বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি না থাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিতে পারায় স্কুলের সহকারী শিক্ষক নাজাহেল অবস্থায় পড়ে। স্কুলের শিক্ষক প্রধান শিক্ষককে বার বার ফোন দিলে ও ফোন উঠায়নী। এ বিষয় নিয়ে স্থানীয় লোকজনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।