ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরে অবস্থিত অ্যাকটিভ কিন্ডার গার্টেন (কেজি) অধ্যয়নরত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিলপূর্ব
আলোচনা সভানুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে রবিবার বিকেলে শিক্ষাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন- থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান। বিশেষ অথিতির বক্তব্য রাখেন- দহবন্দ ইউপি চেয়ারম্যান ও শিক্ষক গোলাম কবির মুকুল, স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- মকবুল হোসেন সরকার, সুন্দরগঞ্জ রিপোর্টাস ক্লাব’র সভাপতি- আবু বক্কর সিদ্দিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রভাষক আজাহারুল ইসলাম, শিক্ষক- রোজিনা বেগম, বিআরডিবি’র অবসরপ্রাপ্ত বøক পরিদর্শক শামছুল হক সরকার, সমাজসেবক- হোসনে আরা বেগম বিউটি, বিদায়ী শিক্ষার্থী, শিক্ষার্থী অভিভাবকসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।