প্রায় এক মাসের বেশি সময় ধরে পেঁয়াজের বাজার মূল্য অস্থিতিশীল। সরবরাহ কম থাকায় পণ্যটির মূল্য কোনো ভাবেই নিয়ন্ত্রনে আনা যাচ্ছে না। যার ধারাবাহিকতায় বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দাম একই ভাবে চলছে বাজারে।
নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শনিবার ১১০ টাকা দামে বিক্রি করা পেঁয়ারের খুচরা বাজার মূল্য কেজিতে ১০ টাকার অধিক বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। দেশি বা আমদানি সব পেঁয়াজের বাজার মূল্যই ঊর্ধ্বগতির দিকে। এক মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো পন্যটির মূল্য ১২০ টাকায় ।
এদিকে বাজার গুলো ঘুরে দেখা গেছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। এছাড়া কক ২৪০ টাকা আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪৫০ টাকা কেজি দরে।
ব্যবসায়ী বলেন, পাইকারি বাজারে পর্যাপ্ত পেঁয়াজ সরবরাহ রয়েছে। পাইকারি বাজার থেকে চাহিদা অনুযায়ী পেঁয়াজ পাচ্ছেন তাঁরা। আবার অনেক ব্যবসায়ী বলেন বাজার মূল্য বেশি হওয়ায় আপাতত তারা পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছে।