রাজু আহমেদ, গাজীপুর থেকেঃ
জাতীয় শ্রমিক নেতা জনাব রুহুল আমিন কে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলর (আইবিসি) এর সভাপতি নির্বাচিত হওয়ায় গার্মেন্টস শ্রমিক সংহতি ফোরাম গাজীপুর এর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ গাজীপুর ছয়দানা মালেকের বাড়ি অনুষ্ঠিত হয় গার্মেন্টস শ্রমিক সংহতি ফোরাম গাজীপুর এর উদ্যোগে আলোচনা সভা এই আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সংরক্ষিত সংসদ সদস্য বেগম শামসুন্নাহার, এম.পি শ্রম কর্মসংস্থান মন্তণালয় সংসদীয় কমিটির সদস্য ও কার্যকরী সভাপতি মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি.
জনাব রুহুল আমিন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলর (আইবিসি এর সভাপতি. মিসেস ফাহমিদা আক্তার আহবায়ক গার্মেন্টস শ্রমিক সংহতি ফোরাম গাজীপুর.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসিনা আক্তার হাসি,
অ্যাডভোকেট সাইফুল ইসলাম. আব্দুল মান্নান. হাফিজুর রহমান এরশাদ. জুবায়ের. শামসুল ইসলাম. ছাদি উল আলম. সহ গার্মেন্ট শ্রমিক সংহিত ফোরাম গাজীপুর কমিটির সকল শ্রমিক ও সাংবাদিক বন্ধুরা