এম. টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার কেন্দ্রীয় গোরস্থান ময়দানের উন্নয়নে টাওয়ার পাড়ার উদ্দ্যোগে শনিবার বাদ আসর থেকে আরাম্ভ হয়ে গভীর রাত পর্যন্ত তাফিসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তাফসির মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পৌর মেয়র জনাব শাহিনুর রহমান রিন্টু। তাফসির মাহফিলে কুরআন ও হাদিসের আলোকে নবীজীর (সঃ) এর জীবনীমূলক প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন,দেশ বরণ্য আলেম হযরত মাওঃ আবুযর গেফারী।
দ্বিতীয় বক্তা হিসাবে আলোচনা করেন.হযরত মাওঃ আব্দুস সালাম,বিশেষ মেহমান হিসাবে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন,হাফেজ তৈয়বুর রহমান। এছাড়াও স্থানীয় আলেমওলামা তাদের মূল্যমান বয়ান পেশ করেন। তাফসির মাহফিলে হরিণাকুণ্ডু সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান কুরআন হাদিস প্রেমিক বাদ আসর থেকে দলেদলে মাহফিলে যোগদান করেন।
আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন হযরত মাওঃ আবুযর গেফারী।