ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে পরিচালিত নিষিদ্ধ প্রাইভেট কোচিং প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত।এসময় ওইসব কোচিং প্রতিষ্ঠানের অর্থ জরিমানাসহ ভবিষ্যতে যেন পরিচালিত না হয় এজন্য সতর্ক করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মো.মেজবাউল হোসেন-এর নেতৃত্বে ঘোষিত সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার চালানোর অপরাধে অভিযান পরিচালনা করা হয়।
থানা অফিসার ইনচার্জ মো.মাসুদার রহমান অভিযানে উপস্থিত ছিলেন।দন্ডবিধির ১৮৮ ধারামতে সরকারি আদেশ অমান্য করে সরকারি এমপিওভূক্ত শিক্ষক প্রাইভেট কোচিংয়ে সম্পৃক্ত থাকায় পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভোক: শাখার গণিত শিক্ষক মো.হাফিজুর রহমান সেলিম,অনুমোদনহীন ক্লাসে পাঠদানের অপরাধে ‘প্রমিজ কিন্ডার গার্টেন এর পরিচালক এবং প্রমিজ কিন্ডার গার্টেনের শিক্ষক শিহাব উদ্দিন,অনুমোদনহীন ক্লাসে পাঠদানে অন্য প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের দিয়ে নৈশ্যকালীন পাঠদানের অপরাধসহ পৌরশহরের এমএ সামাদ করিগরি কলেজের এমপিও ভূক্ত শিক্ষক ‘শিশুকানন স্কুল অ্যান্ড কলেজে’র পরিচালক রুহুল কবিরসহ প্রত্যেকের আলাদা আলাদা ভাবে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযানের নেতৃত্বদানকারী উপজেলা নির্বাহী অফিসার চলমান অভিযানের ধারাবাহিকতায় উপজেলা ও পৌরশহরের অন্যান্য প্রতিষ্ঠান সমূহের তথ্য সংগ্রহপূর্বক এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।