স্টাফ রিপোর্টার ঃ নাজমুল ইসলাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবনের সামনে প্রতিবাদী কনসার্ট শুরু করেছেন আন্দোলনকারীরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে প্রতিবাদী গান পরিবেশন করেন তারা। গান ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় কনসার্ট মুখর করে তুলেছেন তারা। সেখানে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে আছে পুলিশ।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করছেন তারা। ৭টার দিকে সেখানে প্রতিবাদী কনসার্ট করবেন বলে জানিয়েছিলেন আন্দোলনের অন্যতম সংগঠক শোভন রহমান।