বিয়ে মানেই প্রিয় মানুষটিকে কাছে পাওয়া। এই কাছে পাওয়ার ব্যাপারটা এতদিন তো ছিল আপনার কল্পনায়। নানা পুঁথি-নথি ঘেঁটে জল্পনাও করতেন, কখন, কীভাবে, ঠিক কেমন উপায়ে প্রিয় মানুষটিকে ভালোবাসবেন। তা নিয়ে হয়তো রিসার্চও সেরে ফেলেছেন অনেকে। কিন্তু জানেন কি? আপনার কর্মব্যস্ততা পানি ঢালতে পারে আপনার বৈবাহিক জীবনে।
ডাক্তাররা বলছেন, অতিরিক্ত স্ট্রেস শিথিল করতে পারে আপনার যৌন জীবন। আর যার ফলে ভেঙে যেতে পারে আপনার সুখের সংসার। তবে এর দাওয়াই রয়েছে আপনার কাছেই। কোনও বিদেশি ওষুধ বা তেল নয় বরং রান্নাঘরে থাকা আপনার অতি পরিচিত একটি জিনিস। আর এই জিনিসটি হল পেঁয়াজ!
যৌন বিশেষজ্ঞরা বলছেন, পেঁয়াজের রসে ক্ষমতা অনেক। নিয়মিত পেঁয়াজ খেলে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যায়। যা যৌনতাকে দৃঢ়তা দেয়।
তবে, পেঁয়াজ খাওয়ার একটা নিয়ম আছে।
মিক্সার গ্রাইন্ডারে দু’ টুকরো পেঁয়াজ ফেলে দিন। অল্প একটু আদা মিশিয়ে দিন। এবার রস করে, শোয়ার আগে এক কাপ খেয়ে ফেলুন।
তবে ডাক্তাররা বলছেন, এটা রোজ খাবেন না। সপ্তাহে দু’দিন ট্রাই করুন। পেঁয়াজের রস খাওয়ার পর, দাঁত ব্রাশ করে নিতে ভুলবেন না যেন!