আলীহোসাইন সংবাদদাতা চট্রগ্রাম।
মিরস্বরাইয়ের নয়দুয়ারিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম (২৫) নামের এক লেগুনা চালক নিহত হয়েছে।সোমবার ( ১১ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নয়দুয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, লেগুনা গাড়ির চাকা পামচার হলে রাস্তার পাশে চাকা পরিবর্তন করার সময় দ্রুতগামী যাত্রীবাহী বাস লেগুনাকে চাপা দিলে ঘটনাস্থলে চালক নিহত হয়। এসময় হেলপার গুরুত্বর আহত হয়।
নিহত চালকের নাম মোহাম্মদ কামরুল ইসলাম (২৫) উপজেলার মিঠাছরা গ্রামের বাবা নুরুল ইসলাম এর ছেলে। আহত হেলপার একই এলাকার শহিদ (২০) আনুমিয়ার ছেলে। আহত শহিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক লেগুনা চালক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হয়েছে।