
গাইবান্ধা প্রতিনিধিঃ
অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও বিপনন করার অভিযোগে গাইবান্ধা সদরের কামারজানি এলাকায় আলোর দিশারী বেকারীর মালিক এনামুল হককে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১১ নভেম্বার সোমবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী অভিযান চালিয়ে এই জরিমানা করেন ।
এসময় আরো উপস্থিত ছিলেন সেনেটারী ইন্সপেক্টর শাহ আলম ,জেলা বাজার অনুসন্ধান কর্মকতা শাহ মোয়াজ্জম হোসেন সহ প্রমুখ।
দীর্ঘদিন থেকে অস্বাস্থ্যকর পরিবেশে রুটি ,কেক , বিস্কুট সহ নানা প্রকারের খাদ্য তৈরি করে আসছিল বেকারীটির মালিক এনামুল হক ভোক্তাদের অভিযোগের প্রক্ষিতে আজ অভিযান পরিচালনা করেন।