দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপির সমাবেশ
প্রচারিত হয়েছে :
সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ /
৫৯০
জন দেখেছে /
Share
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলা বিএনপি’র আয়োজনে “প্রতিবাদ সমাবেশ” অনুষ্ঠিত হয়।
১৮ নভেম্বর সোমবার দুপুরে জেলা বিএনপি’র নিজস্ব কার্যালয়ের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল,সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,শহিদুজ্জামন শহীদ,মোহাম্মাদ আলী,জেলা বিএনপি নেতা সাবেক এমপি শামিম কাওসার লিংকন,সদর বিএনপির আহবায়ক ওমার ফারুক সেলু,জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল রাজ্জাক ভুট্টু,জেলা স্বেচ্ছােসবক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন,জেলা তাতী দলেে আহবায়ক রাসেদুজ্জামন লিটন,সদর কৃষক দলের সাধারন সম্পাদক হুমায়ন হক্কানী,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তারেকুজ্জামন তারেক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী,সহ-সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল,স্বেচ্ছা সেবকদলের সাধারন সম্পাদক শাহ জালাল খোকন,সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান সবুজ প্রমুখ।
আপনার মতামত লিখুন :
One response to “দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপির সমাবেশ”
Phần tiếp theo là khoang chứa cánh quạt và lốc máy. http://www.kingsraid.wiki/index.php?title=User:DelDown15363096