নিজস্ব প্রতিবেদক, মোঃ সোহেল মিয়া
গাজীপুর বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত, ১৯ ই নভেম্বর মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগর শহীদ বরকত স্টেডিয়ামে গাজীপুর জেলা ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ.ক.ম. মোজাম্মেল হক এমপির সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নোফেল, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, সংরক্ষিত সংসদ সদস্য শামসুন্নাহার ভূইয়া এমপি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি ডাকসুর সাবেক ভিপি জিএস আখতারুজ্জামান, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আজমত উল্লাহ খান, আলোচনা সভা কর্মী সভা সঞ্চালন করেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নগর পিতা এ্যাড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম, এই সময় কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তাঁতীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।