এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে ২ মাদক ব্যাপসায়ী গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত মাদক ব্যাপসায়ী হরিশপুর গ্রামের রব্বানী মন্ডলের ছেলে বারেক আলী (২৭) চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মোহাম্মদ জুমা গ্রামের আলী বক্সের ছেলে রেজাউল ইসলাম (৪৮)। বুধবার সকালে হরিণাকুন্ডু উপজেলা শহরের চাতাল মোড় এলাকা থেকে পুলিশ ও র্যাবের দুটি টিম তাদেরকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে তাদেরকে বৈঠাপাড়া গ্রামের চাতাল মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ ও র্যাবের পৃথক দুটি মামলায় কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Ngoài ra, máy lạnh còn có tính năng vệ sinh tự động. http://nadrewiki.ethernet.edu.et/index.php/User:AndresA56849
Ngoài ra, máy lạnh còn có tính năng
vệ sinh tự động. http://nadrewiki.ethernet.edu.et/index.php/User:AndresA56849
Diferentes meios, para diferentes públicos.