বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গাপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় থানায়  অভিযোগ দায়ের  নিত্যপণ্যের বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ মহেশপুরে ইরেসপোর উদ্যোগে কিশোরীদের প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ মান্দায় কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত, পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দরে মতবিনিময় বিদ্যালয় ভবনের নীচতলায় ব্যবসায়ী ধানের গোডাউন স্থাপন করা হয়েছে মহেশপুরে সরকারী বাওড়ের জমি দখল নিতে পুলিশ দিয়ে হুমকির অভিযোগ মহেশপুরে রাতভোর বিজিবির অভিযানে ২৮৬ বোতল ফে’ন্সি’ডি’ল ও গা’জা উদ্ধার মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের রাষ্টীয় মর্যাদায় দাফন মহম্মদপুরে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ শ্রীপুরে ছাত্রীকে উ’ত্য’ক্ত করায়  যুবকের এক বছরের কা’রা’দ’ণ্ড কটিয়াদীতে সাড়ে ২৫ কেজি গাঁ’জাসহ দুই মা’দ’ক ব্যবসায়ী র‌্যাবের হাতে আ’ট’ক সদরপুরে হ’ত্যা মামলার আসামী গ্রে’ফ’তা’র চায়ের দোকানে ‘ক্রিকেট জু’য়া’ নওগাঁর সাপাহারে নতুন  ইউএনও’সেলিম আহমেদ এর যোগদান, শাজাহানপুরে কাটা হচ্ছে ফসলি জমির মাটি হুমকির মুখে বসতবাড়ি সি এইচ সিপি’র অবহেলায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ভোক্তভোগীরা রাজশাহী মোহনপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আন্তফুটবল টুর্নামেন্টের ফাইনালে মৌগাছি ইউনিয়ন পরিষদ শাজাহানপুর ইউএনও অফিসে চু’রি’র ঘটনায় প্রশাসনিক কর্মকর্তা ‘নিরব মিয়া’ বরখাস্ত গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সরকার রাজস্ব থেকে বঞ্চিত গাইবান্ধার বড়দহ সেতুর টোল আদায় বন্ধ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বড়দহ সেতুর টোল আদায়ে সরকার অনঢ় অবস্থানে রয়েছে। টোল আদায়ে সওজ বিভাগ দরপত্র আহবান করে। ঠিকাদার নিয়োগও সম্পন্ন হয়েছে। কিন্তু‘ একটি স্বার্থন্সেষী মহলের প্ররোচনায় এই টোল আদায়ে বাধা প্রাপ্ত হচ্ছে। অদ্যাবধি প্রশাসনিক জটিলতা ও পদক্ষেপ গ্রহনে টালবাহনা করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

গাইবান্ধা সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সুত্র জানায়, ২০১৫ সালে গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কে করতোয়া নদীর উপর বড়দহ সেতু নির্মিত হয়। সেতুর দৈর্ঘ্য ২৫৩ দশমিক ৫৬ মিটার এবং প্রস্থ ছয় দশমিক ১০ মিটার। সেতু নির্মাণে ব্যয় হয় প্রায় ১৯ কোটি ৪২ লাখ টাকা। ওই বছরের ২০ আগষ্ট ভিডিও কনফ্রান্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করেন। ওইদিন থেকে সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।

সুত্রটি জানায়, ২০১৪ সালের টোল আদায়ের নীতিমালা অনুযায়ী, যে সেতুর দৈর্ঘ্য ২০০ মিটারের উপরে, সেগুলো থেকে টোল আদায় করতে হবে। এরপর টোল আদায়ের জন্য ২০১৬ সালের ২৫ অক্টোবর প্রথমবার দরপত্র আহবান করা হয়। কিন্তু দরপত্রে কেউ অংশ নেননি। তাই পুনরায় দরপত্র আহবান করা হয়। এভাবে আট দফায় দরপত্র আহবান করেও কোনো ঠিকাদার পাওয়া যায়নি। এরপর ২০১৭ সালের ৭ আগষ্ট নবম বার দরপত্র আহবান করা হয়। এই কাজের দায়িত্ব পায় শহিদুল ইসলাম। ওই বছরের (২০১৭ সাল) অক্টোবর থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঠিকাদারের সঙ্গে এক বছরের জন্য টোল আদায়ের চুক্তি হয়। একবছরে ইজারা মুল্য নির্ধারন করা হয় ১২ লাখ ১২ হাজার ৬০০ টাকা।

এদিকে দায়িত্ব পেয়ে ঠিকাদার টোল আদায়ের প্রস্তুতি নেন। কিন্তু টোল আদায়ের সিদ্ধান্তের প্রতিবাদে সেতুর উপর মিছিল সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। ওই স্বার্থন্সেষী মহলের প্ররোচনায় এই টোল আদায়ে বাধা প্রাপ্ত হয়। এরপর টোল আদায় বন্ধ থাকে।

এনিয়ে ২০১৭ সালের ১ নভেম্বর গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের তৎকালীন সাংসদ আবুল কালাম আজাদ সড়কমন্ত্রীকে একটি চিঠি দেন। তিনি চিঠিতে বড়দহ সেতুর টোল মওকুফ করার আবেদন করেন। এরপর সড়ক মন্ত্রনালয়ের সচিব টোলের বিষয়ে মন্তব্য চেয়ে গাইবান্ধা সওজ বিভাগকে চিঠি দেয়। চিঠির প্রেক্ষিতে গাইবান্ধা সওজ ২০১৮ সালের ২ জানুয়ারি সচিবকে চিঠির জবাব দেন। চিঠিতে ঠিকাদারের টাকা ফেরত দেওয়ার শর্তে টোল মওকুফের সুপারিশ করে। সওজ বিভাগ এই সুপারিশের বিষয়টি অর্থ মন্ত্রনালয়কে অবগত করে। অর্থ মন্ত্রনালয় ২০১৮ সালের ১৩ আগষ্ট টোল মওকুফ করা যাবে না মর্মে সড়ক মন্ত্রনালয়কে জানায়। এরপর সড়ক মন্ত্রনালয় একই সালের (২০১৮) ২৪ সেপ্টেম্বর টোল মওকুফ করা যাবে না মর্মে গাইবান্ধা সওজকে চিঠি দেয়। শুধু তাই নয়, সড়ক বিভাগ একই সালের ২৫ অক্টোবর টোল আদায়ে ব্যবস্থা গ্রহনের জন্য গাইবান্ধার জেলা প্রশাসককে চিঠি দেন। এরপর থেকে টোল আদায়ে কোন অগ্রগতি নেই। অপরদিকে ঠিকাদার টোল আদায় করতে না পেরে চলতি বছরের ১৯ মে সড়ক মন্ত্রীর কাছে অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে গত ২৫ জুন সড়ক মন্ত্রনালয়ের সচিব টোল আদায়ের বিষয়ে মতামত চেয়ে পুনরায় গাইবান্ধা সওজকে চিঠি দেন। গাইবান্ধা সওজ গত ৪ আগষ্ট ঠিকাদারের টাকা ফেরত দেওয়ার শর্তে টোল মওকুফে একই ধরনের সুপারিশ করে। এরপর সড়ক মন্ত্রনালয় চলতি সালের ২ অক্টোবর টোল আদায়ের বিষয়ে সভা করে। সভার সিদ্ধান্ত মোতাবেক টোল আদায়ের জন্য ১০ অক্টোবর গাইবান্ধার ডিসিকে চিঠি দেয়। এরপর চলতি বছরের ১৯ নভেম্বর গোবিন্দগঞ্জে টোল আদায় সংক্রান্ত সভা হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী। এদিকে বড়দহ সেতুর ইজারাদার জানান ৩ বছর যাবৎ টোল আদায় বন্ধ রয়েছে। আমরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। কার কারনে টোল আদায় বন্ধ রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com