ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে রাজ মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
২৪ নভেম্বর রবিবার সন্ধ্যায় উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের মরুয়াদহ গ্রামের শোভাগঞ্জ বাজারে আলহাজ আজগার আলীর দ্বিতল ভবনের সিড়ির কাজ করার সময় অসাবধানতার কারণে মাথার উপরে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে রাজ মিস্ত্রী ফারুক মিয়া ছিটকে পড়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। ফারুক গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের ইউনুস আলীর ছেলে বলে জানা গেছে।
থানার এস আই জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।