ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃসেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাইবান্ধার সদর উপজেলায় মুনছুর আলী (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত মুনছুর আলী উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভজনের পাড়া গ্রামের তবারক আলীর ছেলে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে সদর উপজেলার ভজনের পাড়া গ্রামে বাড়ির পাশের ফসলি জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে কৃষক মুনছুর আলী বাড়ির পাশের জমিতে কাজ করতে যায়। এ সময় অসাবধানতাবশত পূর্ব থেকেই জমিতে পড়ে থাকা সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কৃষক মুনছুর আলীকে মৃত ঘোষণা করেন।