ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃঅদ্য ২৬ নভেম্বর ২০১৯ খ্রিঃ সকাল ০৭.৪৫ ঘটিকার সময় এসআই শফিকুলের নেতৃত্বে এসআই নাজমুল,বোরহান,জিল্লুর সহ গোবিন্দগঞ্জ থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ থানাধীন দরবস্ত ইউপির সাবগাছি হাতিয়াদহস্হ ধৃত আসামী তারাজুলের বাড়ী হতে গোবিন্দগন্জ থানা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী আসামি তারাজুল(৩৮) পিতা -হাফিজার সাং সাবগাছি হাতিয়াদহ ও ২।মানিক জাফর(৩৫) পিতা-মৃঃ তজমল সাঃ নাকাই উভয় থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধাদ্বয় কে ১৫০ গ্রাম হেরোইন, ৩’শত পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ হাজার ৬’ শত টাকা সহ আটক করে।
উদ্ধার কৃত হেরোইন ও ইয়াবার মূল্য অনুমান ৮ লাখ ৪০ হাজার টাকা। এই সংক্রান্তে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।ধৃত আসামী তারাজুলের বিরুদ্ধে আরো হাফ ডজন মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। সে দীঘদিন পলাতক থাকবার পর কিছুদিন আগে জামিন নিয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করে।