ফেজবুক খুজে দিলো অজ্ঞাত লাশের পরিচয়
আফসানা জাহানঃ
মোড়েলগঞ্জ থেকে নিখোঁজের একদিন পরে মাজারের দিঘীতে মিলেছে বৃদ্ধের মরদেহ। মঙ্গলবার সকাল ৬টার দিকে মজিদ হাওলাদারের(৮০) মরদেহ বাগেরহাট মডেল থানা পুলিশ খানজাহান আলী মাজারের দিঘীর মহিলা ঘাট থেকে অজ্ঞাত লাশ হিসেবে উদ্ধার কর। সোমবার সকাল ১০টা থেকে সে নিখোঁজ ছিল। তার বাড়ি মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের পিসি বারইখালী গ্রামে। এ অজ্ঞাত বৃদ্ধের পরিচয় জানতে ফেজবুকে দেওয়া হয়। পরে ওই বৃদ্ধের লাশের পরিচয় মেলে।
মোড়েলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বৃদ্ধের নাম পরিচয় নিশ্চিত করেছেন। ওসি আরও বলেন, মঙ্গলবার মাজারের মহিলা ঘাটে বৃদ্ধের মৃতদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে বাগেরহাট মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে বিভিন্ন থানায় সন্ধান চেয়ে বার্তা পাঠায়।
৪ সন্তানের পিতা মজিদ হাওলাদার কি কারনে নিখোঁজ হয়েছিলেন এবং কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বরকে বাগেরহাটে পাঠানো হয়েছে।