ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৮ জুয়ারি কে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জাম সহ হাতে নাতে আটক করে গাইবান্ধা জেলা ডিবি পুলিশ।
মাদক,জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান হিসাবে গাইবান্ধা জেলার গোয়েন্দা শাখার একটি চৌকস টিম সাব ইন্সপেক্টর মোঃ আনোয়রুল করিম এর নেতৃত্বে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন সাহেবগঞ্জ বাজার হইতে ১.মো: সালাম (৫০), পিতা-মৃত মোঃ রহিম উদ্দিন, ২. মোঃ ইমদাদুল হক মিলন (৩৮), পিতা- মৃত মনসুর আলী শেখ , ৩. মোঃ সিরাজুল সরকার (৩২), পিতা- মোঃ আক্তার সরকার , ৪. মোঃ সফিকুল ইসলাম (৩২), পিতা- মৃত শাহজাহান , ৫. মোঃ আঃ কাফি (৩৮), পিতা মৃত ইসাহাক আলী,৬. মোঃ হুসেইন মোহাম্মদ এরশাদ (২৮) পিতা- মোঃ দুলু মিয়া, ৭. শাহজাহান আলী(৪৮), পিতা-মৃত রিয়াজ উদ্দিন, ৮. মো সায়েদ আলী(৫০), পিতা- মফিজ উদ্দিন, সর্ব সাং- সাহেবগঞ্জ থানা- গোবিন্দগঞ্জ ও জেলা গাইবান্ধা দয় কে জুয়া খেলার অপরাধে আটক করেন।ভ্রাম্যমান আদালত প্রত্যেক জুয়ারুদের অর্থদন্ড প্রদান করেন।