
জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ র্যাব ১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,গত ২৬ নভেম্বরে সন্ধে ৬ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন বুদবাড়ীয়া গ্রামের মোঃ ইদ্রিস আলীর বসতবাড়ীর দক্ষিণ পার্শ্বে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী-বগুড়া জেলার শেরপুড় থানার বেলগাড়ী কলোনী গ্রামের-মৃত মির্জার স্ত্রী মোছাঃ জাহানারা বেগম(৩৮) কে ৪ কেজি গাঁজা,১ টি মোবাইলসেট,১টি সিমকার্ড ও নগদ ২ শত টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।