সততা নিষ্ঠা আর দায়িত্ববোধ নিয়ে কাজ করলে দেশ ও জাতির কল্যাণ হয় সেটাই বুঝিয়ে দিলেন, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পল্লি বিদ্যুতের এজিএম (ওএন্ডএম) শেখ আব্দুর রহমান। আর তাই বিদ্যুৎ বিভাগের ইনোভেশন শোকেশিং -২০১৯ এ বিআরইবির পক্ষে ১ম পুরস্কার প্রাপ্ত “আলোর ফেরিওয়ালা” কার্যক্রমের জন্য হরিণাকুন্ডু উপজেলা পরিষদ এর পক্ষ থেকে ঝিনাইদহ পবিস এর হরিণাকুন্ডু সাব জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) শেখ আব্দুর রহমান কে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি, সম্মানিত ভাইস চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সকল দপ্তর প্রধান। এ সময় তিনি বলেন, সকলের সার্বিক সহযোগিতায় ও বিআরইবির নির্দেশনা মোতাবেক ঘুষ, দূর্নীতি ও হয়রানিমুক্ত গ্রাহক সেবার স্বার্থে গৃহীত উদ্ভাবনী উদ্যোগ “আলোর ফেরিওয়ালা” কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে।