নিজস্ব প্রতিবেদকঃ
পুষ্পদাম থাই চাইনিজ ও বাংলা রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্টটি, গাজীপুর জেলা শ্রীপুর থানা বাঘের বাজার অবস্থিত।এই শীতে অনেকেই ভাবছেন পিকনিকের কথা, আবার কেউবা ভাবছেন শীতের ছুটিতে প্রশান্তিময় এক অবকাশ যাপন। পিকনিক হউক বা শুধুই ছুটি কাটানো, ঢাকার কাছেই যারা ভ্রমণ গন্তব্য খুঁজছেন তাদের জন্য পুষ্পদাম থাই ও বাংলা রেস্টুরেন্ট ও পিকনিক স্পট গড়ে উঠেছে গাজীপুরের শ্রীপুরে। পরিবার বা বন্ধুদের নিয়ে আনন্দ করে ছুটি কাটাতে এই জায়গাগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। আর এগুলোর মধ্য থেকে ভ্রমণ প্রিয় মানুষদের অন্যতম পছন্দের জায়গা হয়ে উঠেছে পুষ্পদাম থাই ও বাংলা রেস্টুরেন্ট ও পিকনিক স্পট। ঢাকা থেকে ময়মনসিংহ রুটে ৫৫ কিলোমিটার দূরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা, বাঘের বাজারে অল্প একটু উত্তরে পুষ্পদাম থাই ও বাংলা রেস্টুরেন্টটি অবস্থিত। প্রবেশপথেই অভ্যর্থনা জানায় বিশাল দেবদারু গাছের সারি। এ পথ পেরিয়ে একটু ভেতরে ঢুকলেই দেখতে পাবেন ফুলে ফুলে ঘেরা কয়েকটি কটেজ। এখানে বৃক্ষ ও ফুলের গাছের সমারোহে তৈরি করা হয়েছে নান্দনিক পরিবেশ। দেশি-বিদেশি বাহারি গাছের সমাহার এখানে। এখানে পিকনিক আয়োজনের জন্য সকল ব্যবস্থা রয়েছে। পর্যাপ্ত রান্নাঘর এবং একই সাথে এক হাজার লোকের খাবারের জায়গাও রয়েছে এখানে। সুলভ মূল্যে এখানে পিকনিকের স্পট বুকিং দেয়া হয়। তাই সদলবলে পিকনিকের আনন্দে মেতে উঠতে এটি একটি আদর্শ জায়গা। প্রায় ৩২ প্রকার ভর্তা, শাক সবজিসহ দেশী বিদেশী সব ধরণের খাবার পাওয়া যায় এখানে। এই পুষ্পদম থাই ও বাংলা রেস্টুরেন্ট সেখানে রয়েছে উন্নতমানের থাকা ও খাওয়ার ব্যবস্থা। এখানে রয়েছে দোতলা কাঠের বাংলো অদিতি, শীতাতপ নিয়ন্ত্রিত কটেজ অপরাজিতা, কেতকী ও শিতলী। এসব কটেজে আধুনিক সব সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।