গাজীপুরের কালীগঞ্জে ৭টি ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা ও দুটি ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব, পরিবেশ অধিদপ্তর এ অভিযান চালায়।
র্যাব কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার উদ্যোগে কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোঃ মোস্তাফিজুর রহমান ও পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আঃ সালাম সরকার যৌথভাবে জেলার কালীগঞ্জ থানার বালিগাঁও এলাকায় আর.সি.জি ব্রিকস ও এম.এস.এম এর
৬টি ব্রিক্সসে অভিযান পরিচালনা করেন।
এসময় মোবাইল কোর্ট ২০১৩ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের সেকশন ৬ ধারা মোতাবেক ১০ লাখ টাকা জরিমানা করে এবং ২টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
Comments are closed.