রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ
ভালুকা থানার অফিসার-ইনচার্জ মোঃমঈন উদ্দিন সাহেবের নির্দেশক্রমে এসআই(নিঃ) মোঃ ইকবাল হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং
১৮/১২/১৯ তারিখ দুপুর ০১.২০ ঘটিকার সময় ভালুকা থানাধীন সিডস্টোর ঝালপাজ্বা রোড সাইনবোর্ড নামক এলাকা থেকে ০২ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক সহ ১। মোঃ রবিন আহমেদ (২২) পিতা-তরিকুল ইসলাম,২।শাকিল (২১) পিতা- অজ্ঞাত সর্ব সাং- সিডস্টোর থানা- ভালুকা ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী জানায়,ভালুকা হবিরবাড়ী ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সভাপতি নাঈম হাসান ডালিমের ছোট ভাই রবিন আহমেদ ও তার বন্ধু শাকিলকে ০২ পিছ ইয়াবা ট্যাবলেট সহ এস আই ইকবাল হোসেন আটক করে থানায় নিয়ে যায়।
এই ব্যাপারে এস আই ইকবাল হোসেন এর সাথে মুঠোফোন ০১৭১৮৮৫০২– এই নাম্বারে কল করলে রিং হয়েছে কিন্তু রিসিভ করে নিই।
ওসি মঈনুউদ্দিন সাহেব বলেন,ইয়াবা সহ দু’জনকে আটক করা হয়েছে সকালে কোর্টে চালান করা হবে।