ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় সড়কে ট্রাক্টর ও অটোবাইকের সংর্ঘষে ঝরল এক শিশুর প্রাণ। থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আজ ২১ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের পশ্চিম রাজিরপুর গ্রামের আলাউল মিয়ার ছেলে লাবিব মিয়া (৭) ধোপাডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়ক পরাপারের সময় রাস্তার উভয়দিক থেকে আসা ট্র্যাক্টর ও আটোবাইকের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে।এঘটনায় ট্র্যাক্টর ও অটোবাইক চালক পলাতক রয়েছে।