মোঃ আয়ুব হোসেন
পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক সাত আসামিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর)ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বাড়ি বেনাপোলের বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিরা এলাকায় ফিরে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, দুপুরে আসমিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।