মোঃ আয়ুব হোসেন
পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকার বৃহত্তম শ্রমিক সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং খুলনা-৪৬২ এর বেনাপোল শাখার নবগঠিত উপদেষ্টামন্ডলী ও আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২১শে ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কর্তৃক স্থানীয় বেনাপোল লোকাল বাস স্ট্যান্ড প্রাঙ্গণে আয়োজিত শ্রমিক সমাবেশে এ ঘোষণা প্রদান করা হয়। কর্তৃক আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন।
সংগঠনের সভাপতি বিশ্বনাথ ঘোষ বিষুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক জিএম আজিম উদ্দিন, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন(২২৭)এর বেনাপোল শাখা সম্পাদক মোঃ মনির হোসেন, যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-৪৬২ এর সদস্য হাজী মোঃ নজরুল ইসলাম।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়। প্রচার সম্পাদক আজিজুল ইসলাম সেলিম এর সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন ঐ সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।