উচ্চমাধ্যমিক পরিক্ষার্থী বিজয়কে বাঁচাতে সকলেই এগিয়ে আসুন
স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম ঃ গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরিক্ষার্থী বিজয়। বাবা সামান্য একজন গার্মেন্টস শ্রমিক, দিন আনে দিন খায় অবস্থা তাদের। বরাবরই বিজয় একজন মেধাবী ছাত্র। এইতো গত ১৬ ডিসেম্বর, বিজয় সড়ক দুর্ঘটনায় আহত হয়, তার অবস্থা খুবই ভয়াবহ। তাৎক্ষণিক ভাবেই তাকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসক গন জানান- বিজয় মৃত্যুর সাথে পান্জা লড়ছে। তার বেশ কিছু অপারেশন জরুরি। চিকিৎসক জানান- অপারেশনে প্রায় “সাত লক্ষ” টাকা খরচ হবে, আর নাহলে বিজয়কে বাঁচানু যাবেনা। তবে বিজয়ের বাবার এতোটাও উচ্চাবস্থা নেই যে-সাত লক্ষ টাকা দিয়ে বিজয়কে চিকিৎসা করিয়ে বাচিয়ে তুলবে। তবে বলুন, কোনো বাবাই কি নিজের চোখের সামনে নিজের সন্তানকে এভাবে চিকিৎসাহীনতায় ভুগতে দেখতে চাইবে? না। কোনো বাবাই তা চাইবেনা। তেমনি বিজয়ের বাবাও নিজ জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন তার সন্তানকে সুস্থ করে তুলতে, তবে তার পক্ষে এতো টাকা জোগাড় করা অসম্ভবপরঃ। বিজয়ের চিকিৎসা চলছে, তবে চিকিৎসায় খরচকৃত সকল টাকা ডিউ করে রাখছে হসপিটাল কর্তৃপক্ষ। আর সেগুলো পরিশোধ করা সহ বিজয়কে অনবরত চিকিৎসা দিয়ে যেতে হবে, তাহলে মহান সৃষ্টিকর্তার কৃপায় বিজয় সুস্থ হবে। আর দেড়ি নয়, বিজয়কে বাঁচাতে সকলের আর্থিক সহযোগিতা কামনা করছি।
যোগাযোগঃ- ০১৭৫৬৪০১৪৪৭(বিজ
বিকাশ
তৌফিক ০১৯৮৯৪৫৬০৫৯
জিহাদ ০১৭৪৩২০৩৮২৮
এনাম মেডিকেল কলেজ হাসপাতাল
সাভার নিউরোলজি বিভাগ তৃতীয় তলা