আলম ডাঙ্গা থেকে ইউনুছ আলী মন্ডলঃ
গতকাল সকালে আলমডাঙ্গা জি করে সেচ খালের বেদখল হয়ে যাওয়া যায়গা ১ম দিনে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে জানা গেছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা শহরের পাশঘেষে জি কে সেচ খাল রয়েছে। ঐখালের সরবরাহ পানি দিয়ে চুয়াডাঙ্গা ঝিনাইদাহ সহ কয়েকটি জেলায় ধান উৎপাদন ও মৎস চাষ করা হয়।যা দেশের খাদ্য ঘার্তি পুরনো সহায়ক হিসাবে কাজ করে। কিছু ব্যক্তিরা জিকে শেষ খালের পানি সন্চলনের যায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘরে নির্মান করে পানি সন্ চলনে বাধা করতে ছিল। জিকে সেচ খাল কর্তৃপক্ষ জানতে পেয়ে প্রায় ১ মাস আগে থেকে অবৈধ দখলদারদের কে নোটিশ দিয়ে তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য ২২ শেষ ডিসেম্বর পর্যন্ত সময় বেধে দেয়। ঐ সময় শেষ হওয়ার পরের দিন কর্তৃপক্ষ ড্রেজার দিয়ে শহরের আননধাম সাদা ব্রীজ থেকে কালিদাস পুর সাদা ব্রীজ পর্যন্ত প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর উচ্ছেদ অভিযানে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। [the_ad id=”31184″]