ডাকসু ভিপি নূরের ওপর হামলাকারীদের দলীয় পরিচয় যাই হউক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।[the_ad id=”31184″]
তিনি বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত নয়। হামলায় যার নাম এসেছে সে ছাত্রলীগ থেকে বহিস্কৃত।
ওবায়দুল কাদের জানান, এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্টমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ডাকসু ভিপির ওপর হামলা নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই আহতদের দেখতে হাসপাতালে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। বলেন, কোন ঘটনায় সরকার নির্বিকার থাকেনি, বুয়েটের ঘটনা তার প্রমাণ।