মোঃ সোহেল মিয়া, নিজস্ব প্রতিবেদকঃ
টানা ১৫ বার সেরা তদন্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন গাজীপুর শ্রীপুর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা।
রোববার (২২ ডিসেম্বর) ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ পুরষ্কার ও সনদ তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার বলেন, পুলিশের কার্যক্রমে সন্তুষ্টি অর্জন করতে অপরাধ নিবারণে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
ডাকাতিসহ কয়েকটি মামলার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে শ্রীপুর মডেল থানার পুলিশ এস আই শহিদুল ইসলাম মোল্লা কে সেরা তদন্ত কর্মকর্তা নির্বাচিত করা হয়। নিজের অনূভুতি জানিয়ে এস আই শহিদুল ইসলাম মোল্লা বলেছেন আমি টানা ১৫ বার সেরা তদন্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছি ।আমার কাজের উৎসাহ বাড়বে ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান সম্মেলন কক্ষের অনুষ্ঠানে উপঢাকা রেদুমান, গাজীপুর পুলিশ সুপার সহ বিভিন্ন জেলার পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা