মোঃ আয়ুব হোসেন
পক্ষী,বেনাপোল(যশার)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে অচেতন হয়ে পড়ে থাকা এক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয়েছে স্বর্ণের বার। পুলিশের ধারনা আটক শরিফুল ইসলাম মোল্ল্যা (৫৫) স্বর্ণ চোরকারবারি। তাকে অচেতন করে কেউ স্বর্ণচালান নিয়ে গেছে। একটি স্বর্ণবার ভুলক্রমে শরীরে রয়ে গেছে। সোমবার সকালে নাভারণ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, সোমবার সকালে নাভারণ বাসস্ট্যান্ডে একব্যক্তি অচেতন অবস্থায় পড়ে ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাকে চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক দেখতে পান অচেতন ব্যক্তির বামহাতে বিশেষ কৌশলে রাখা স্বর্ণবার। পলিথিন মোড়া স্বর্ণ এ্যাংলেটের ভিতর লুকানো ছিল। ঘটনা দেখে চিকিৎসক থানায় সংবাদ দেন। পরে পুলিশ পৌছে স্বর্ণের বারটি জব্দ করে। শরিফুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই খাইরুল বাশার জানান, জব্দ করা স্বর্ণবারের ওজন ৫৭৫ গ্রাম। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফোন করলে এ বিষয়ে সংবাদ পাওয়া যায়। শরিফুল ইসলামকে পুলিশ হেফাজতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন।শরিফুল নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবুপুর মোল্ল্যাপাড়ার মৃত আজিজুর রহমান মোল্ল্যার ছেলে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘অচেতন ব্যক্তির চিকিৎসা দিতে গেলে তার বামহাতে জড়ানো অবস্থায় স্বর্ণের বার দেখতে পাই। তাকে কেউ চেতনানাশক কিছু খাইয়েছে। শারীরিক অবস্থা উন্নতির দিকে।’