মোঃ আয়ুব হোসেন
পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামে আজমাইন হোসেন নামে আড়াই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আজ সোমবার বিকালে হৃদয় বিদারক এই ঘটনা ঘটে। আজমাইন হোসেন ওই গ্রামের আইউব আলীর ছেলে।
শিশুর বাবা আইয়ুব আলী জানান, সোমবার দুপুরে আজমাইন তার মায়ের অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে ডুবে যায়। তিনি বাড়িতে ফিরে ছেলের খোঁজ নিলে তখনই খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে তাকে না পেয়ে আমরা হতাশ হয়ে পড়ি।
সোমবার বিকেলের দিকে আজমাইনের মৃতদেহ পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।