মোঃ আয়ুব হোসেন
পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি: সারা দেশের ন্যায় যশোরের শার্শা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলে এসেছে শিক্ষার্থীদের নতুন বই। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে প্রতি বছরের মতো আগেই চলে এসেছে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির বই।
উপজেলা শিক্ষা অফিস থেকে বইগুলো এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ বুঝে নিতে শুরু করেছেন। ফলে সরকারি, বেসরকারি, প্রাথমিক মাধ্যমিক ও মাদরাসার শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে বই উৎসবের আনন্দে ভাসবে।
শার্শা উপজেলার নাভারণ মহিলা আলিম মাদরাসার প্রধান শিক্ষিকা আলেয়া পারভীন জানান, তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীকে নতুন বই দেওয়ার প্রস্তুতি চলছে। চাহিদা মতো বই এরই মধ্যে বিভিন্ন মাদরাসায় চলে এসেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব বই বিতরণ প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জানান, এক মাস আগেই উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে বই পৌঁছান শুরু হয়েছে। ২০২০ সালের ১ জানুয়ারি সকল প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব করে বই বিতরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের চাহিদা অনুযায়ী বিদ্যালয়গুলোতে বই পৌঁছে গেছে।