বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় মা’দ’ক’সে’বীর কা’রা’দ’ণ্ড, গাজীপুরে আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস ২০২৪ উদযাপিত দুই জেলার সীমান্তবর্তী কারখানায় মজিদ বাহিনীর তাণ্ডব।  বগুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত বেলকুচিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্র দলের মানববন্ধন  জাংগই হাট-বাজার সমিতির নির্বাচনে সভাপতি দেলোয়ার সম্পাদক হাফিজুল চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূ’র্ঘ’ট’না’য় বাবা-ছেলেসহ তিন জনের মৃ’ত্যু বগুড়া শাজাহানপুরে অ’বৈধ এ’সি’ড ব্যাটারি প্রক্রিয়াজাতে ভ্রাম্যমান আদালতের হানা উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত ফরিদপুরে ট্রাক-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজ ছাত্র নি’হ’ত, আ’হ’ত-২ গাজীপুরে সরকারি রাস্তা ভাড়া চলছে দৈনিক হারে মহেশপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা-র‌্যালী ও জয়িতাদের মাঝে সম্মাননা প্রদান অতিথি পাখিদের নিরাপদ আশ্রয় স্থল মহেশপুরের উকড়ির বিল শূন্য থেকে অর্ধশত কোটি টাকার মালিক ক্যাসিনো সম্রাট মমিনুল ইসলাম মুক্তা  লালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত সিরাজগঞ্জে সায়দাবাদ বেলকুচি এনায়েতপুর সাথিয়া মাধবপুর হাইওয়ে সড়ক আমিরুল ইসলাম খাঁন আলিমের প্রচেষ্টায় সাক্ষরিত অনুমোদন,  হিলিতে বেড়েছে  শীতের তীব্রতা ফরিদগঞ্জে ৩ যুবদল কর্মী হ’ত্যা’য় ১১ বছর পর মা’ম’লা বগুড়া ধুনটে ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদকসহ ২০ মা’ম’লা’র আ’সা’মী লস্কর গ্রে’প্তা’র চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রামে হ’ত্যাচেষ্টা মা’ম’লা’র আবেদন

হরিণাকুণ্ডু উপজেলার ১৭ টি ইট ভাটার কোনোটারই নেই অনুমোদন কয়লার পরিবর্তে জ্বলছে গাছ

এম.টুকু মাহমুদ  হরিণাকুণ্ডু থেকেঃ

নিয়মনীতির তোয়াক্কা না করে কিছু সার্থন্যাশ‌ি মহলকে মেনেজ করে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে চলছে উপজেলার ১৭টি ইটভাটা। এর সবগুলো ভাটার একটিরও নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। উপজেলার নাওমারা ও কেস্টপুর নামক স্থানের মাঝে ফসলি জমি নষ্ট করে তৈরী করা হয়েছে স্টোন ভাটার ইটের খোলা যেখানে রাখা হচ্ছে হাজার হাজার পিছ ইট।

নাম গোপন রাখতে হবে এই শর্ত‌ে দখলপুর গ্রামের কয়েকজন কৃষক সাংবাদিককে বলেন,ফসল‌ী জমিতে ইটের ভাটা তৈরী করাই আমাদের পান ক্ষেতের খ‌ুব ক্ষতি হচ্ছে। ইটের কালো অন্ধকার ধুয়ার ফলে পানের পাতা কালো হয়ে যাচ্ছে তাছাড়া পান পাতার উপর কাল গরম আগুনের ফুলকি পড়ার কারণে অসময়ে পাতা ঝরে যায়,পেকে যায়,দাগ হয়ে যায়,যা পরে ১শ টাকার পান মাত্র ৫টাকায় বিক্রয় করতে হয়,বেশির ভাগ আবার তাও হয়না অনেক সময় ফেলে দিতে হয়। কর্তৃপক্ষ যদি দ্রুত ব্যাবস্থা না নেয় তাহলে গত বছরের মত এবারও কয়েক লক্ষ টাকার মত ক্ষতি হবে। কেষ্টপুর গ্রামের একাধিক ব্যাক্তি বলেন,আইন আছে আইনের প্রয়োগ নেই থাকলে মেইন রাস্তার পাশে ফসলী জমি নষ্ট করে ইটের ভাটা হতনা। আবার ইট রাখার জন্য স্টোন ভাটায় নতুন করে তৈরী হয়েছে ইটের খোলা। যেখানে এবারও ধান ভূট্টা,কলা চাষ করা হয়েছে। পত্র পত্রিকায় পড়েছি ফসলী জমি নষ্ট করে কোনকিছু করা যাবেনা। কই কিছুই তো বাস্তবায়ন হচ্ছে না। এবার খোলা তৈরী করেছে আগামীবার আগুন জ্বালাবে। কিছুই হবে না। তাছাড়া একী জায়গায় তিনটি ভাটা যে গুলো হলো স্টোন,বিজলী আর নতুন করে রয়েল ভাটা যার একটিতেও এক আনা কয়লা পোড়ানো হয় না। সবগুলোতেই কাট পোড়ানো হচ্ছে। যার ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অন্যদিকে ব্যাপক মারাত্বক ভাবে হুমকির মূখে পড়ছে গাছপালা। আর এসবি চলছে কিছু স্বার্থান্যাশি মহলকে ম্যানেজ করে। যারা সবাইকে ম্যানেজ করে, যার যেভাবে সম্ভাব।

সরো জমিনে স্টোন,বিজলী ভাটায় গেলে ভাটার ম্যানেজার বাবু বলেন, ছবি তুলে কি হবে বলেন,আপনাদের কত দিতে হবে। কত দেখলাম বলেন,কতদেব। সবাই নিচ্ছে আপনারাও নেন। আপনারা না নিলে নিউজ করেন,যারা তদন্তে আসবে তারা ঠিকিই নেবে এভাবেই চলছে চলবে। মাঝখানে আপনারা ভাই ফাকে পড়বেন।[the_ad id=”31184″]

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা সাংবাদিককে জানান,ফসলী জমি নষ্ট করে ইটভাটা বা ইটের খোলা তৈরী করা বেআইনী। আর কয়লার পরিবর্ত‌ে কাট পোড়ালে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

কৃষি কর্মকর্তা আরশেদ আলী চোধুরী বলেন, ইটের ভাটার কালো ধুয়ার কারণে বিশেষ করে পান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়। যার ফলে পানপাতা দ্রুত পেকে যায়,ও ভাটার কাল আগুনের ফুলকির কারণে পানপাতায় দাগলাগে, ফলন কমে যায় পানের গুনাগত মান নষ্ট হয়। তাছাড়া ইটভাটা তৈরীর কারণে ফসলী জম‌ি হুমকির মূখে পড়েছে। উপজেলা পঃপঃকর্মকর্তা ডাঃজামিনুর রশিদ বলেন,ইটের ভাটার কালো ধুয়ার কারণে শরীরে লান্সে ধোয়া যায় যার ফলে ,এ্যাজমা জনিত রোগ হয়।

এব্যাপারে ভাটা মালিকদের সাথে কথা বললে রয়েল ভাটার মালিক বলেন আমার ভাটাটি সবে মাত্র এই বছর শুরু করেছি যার ফলে এখনও কনো কিছু গোছাতে পারে নি আগামি বছর সব নিয়মনীতি মেনেই ভাটা পরিচালোনা করা হবে। অন্যরা বলেন, এ সব বলে লাভ কি ? কোনো ভাটারি অনুমোদন/ছাড়পত্র নেই। ধাবাহিক তিন পর্বের ১ম পর্ব, (পরের পর্বে যা থাকবে) বিভিন্ন দিবসে কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে চাদা আদায় করেন…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com